ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে পুড়ে ১০ জন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগে। মৃত নবজাতকদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে বলে জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ শিশু ভর্তি ছিল। দমকলকর্মীরা ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাকি ১০ শিশু মারা যায়।
জানা যায়, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে প্রথমে খবর দেন এক নার্স। তবে বাকি ৭ শিশু নিরাপদে আছে।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।