সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ কোভিড-১৯ টিকা নিয়েছেন। ৮৫ বছর বয়সী বাদশাকে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের উদ্ভাবিত টিকা দেয়া হয়েছে বলে জানায় আরব নিউজ।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানান, শুক্রবার টিকার প্রথম ডোজ নিয়েছেন বাদশা সালমান।
নিজের সুরক্ষার পাশাপাশি ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়’ সরকারের এই নীতি জনগণের সামনে তুলে ধরতেই টিকা নিয়েছেন সালমান বিন আবদুল আজিজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।