×

বিনোদন

হলগুলোতে হিন্দি ছবি দেখানোর পক্ষে ৩ প্রযোজক সমিতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ১২:৩৬ পিএম

হলগুলোতে হিন্দি ছবি দেখানোর পক্ষে ৩ প্রযোজক সমিতি
হলগুলোতে হিন্দি ছবি দেখানোর পক্ষে ৩ প্রযোজক সমিতি

সিনেমা হল

কঠিন সময় পার করছে দেশের সিনেমা হলগুলো। প্রযোজক বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে - বর্তমান বাস্তবতায় তাই স্লোগান পাল্টে হয়েছে সিনেমা হল বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে। পর্যাপ্ত মানসম্মত সিনেমার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। বাকি যে সিনেমা হলগুলো আছে, সেগুলোও বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে হল মালিকরা। সব কিছু মিলিয়ে দেশের সিনেমা হলে ভারতীয় হিন্দি ছবি প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি। তিন সমিতির কর্তাব্যক্তিরা সম্মিলিত এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বাস্তবতার কথা চিন্তা করে প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ে বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়। তথ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে সব সমিতির মতামত নেয়ার কথা বলেন প্রদর্শক সমিতিকে। সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলেছে বছরে ১০টি সিনেমা আমদানির আশ্বাস।

তবে অনুমতি মিললেও দেশের সিনেমা হলগুলো হিন্দি সিনেমা প্রদর্শনের উপযুক্ত নয়। সংশ্লিষ্টরা বলছেন সরকার বলিউড ছবি আমদানির অনুমতি দিলে মালিকপক্ষ তাদের সিনেমা হল সংস্কারের কাজ শুরু করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App