×

সারাদেশ

দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিল জেলা পরিষদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিল জেলা পরিষদ

ছবি: প্রতিনিধি

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির হোসেন খোকন, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, আব্দুল হান্নান মোল্লা, মোহাম্মদ জাকারিয়া, বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল খালেক ও কফিল উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।

জানা গেছে ২০১৮-১৯ অর্থবছরের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি নগদ সাড়ে ৩ হাজার করে মোট ১ লক্ষ ৯৯ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App