×

সারাদেশ

আলীকদমে বন্য হাতির পাল, শঙ্কিত স্থানীয়রা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৮:০২ পিএম

আলীকদমে বন্য হাতির পাল, শঙ্কিত স্থানীয়রা!

ছবি: প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে কয়েকদিন ধরে একটি বুনো হাতির পাল অবস্থান করছে। বর্তমানে হাতির পালটি মাংখাই পাড়া ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।  হাতির পালটি স্থানীয়দের বড় ধরনের ক্ষতি না করলেও দুএকটি মাটির ঘর ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক আব্দুর রহমান। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তোলপাড় হলেও প্রশাসন নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে হাতির পালটিকে মিরিঞ্জা পাহাড়ের ওপাড়ে পার করে দেয়ার জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েও ব্যস্থ হয়েছেন স্থানীয় মাংখাই পাড়ার ম্রো’রা তবে তাদের চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম কাইছার বলেন, ২৭ জানুয়ারি থেকে আমার এ বিষয়ে কাজ করেছি। ওই সময়ই আমরা হাতির পালটিকে তাড়িয়ে দিয়েছি। পুনরায় যদি হাতির পালটি আলীকদমে প্রবেশ করে থাকে তা আমার জানা নেই। আমি খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল জানান, বিষয়টি তিনি জানেন এবং বন বিভাগের সঙ্গে তিনি কথাও বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App