×

সাময়িকী

শিক্ষানবিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৫:৪১ পিএম

এই মুখরমাঘে চলো- সমর মুক্ত হই, নিসর্গ যাপনে! হিমাবেগে তীর্থ হই যুক্তমনে শীতল নয়নে শিখি বরফের সূত্র, জমাট বাঁধা শিলা কাহিনি... নির্মল, নিরাসক্ত, পরম ভাষায় চলো মাঘের গল্প বুনি। আর শিশিরে ভেজা শস্য প্রকল্পের মোহিনী আলে চলো দেখি-ঊর্ণজালের লাবনী সংসার!... মিহি রোদ্দুরে, ধ্রুপদী চাতালে, কলিকা করবীনে এখনো রয়েছে সুষমা রাতের প্রভাব ওমের ভ‚মিকা; হলুদ চাদরে মধুমাখা ভ্রমরের গুঞ্জন! চলো শিখি- নদীর কৌমার্যে শ্যাওলা ঢাকা নির্জন বাঁকে তরঙ্গের মন্থন... দ্যাখো, জাদুকরী মোহ রসের কলসে মধুর বশে মাঘের অতিথি পাখির আহরণ, তপ্ত আবেগে গুপ্ত মদনে এসো মুক্ত করি জড়যুক্ত যৌবন! চলো চিনি সিক্ত সুখ... শিখি শৌর্যের সাধন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App