×

সারাদেশ

লক্কর-ঝক্কর গাড়ি দিয়ে চলছে বাঘাইছড়ি থানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৪:৪৩ পিএম

লক্কর-ঝক্কর গাড়ি দিয়ে চলছে বাঘাইছড়ি থানা

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানা পুলিশের গাড়িটি লক্কর-ঝক্কর হয়ে গেছে। চলার পথে থেমে যায়। ফলে থাক্কা দিতে হয়। এই দুর্ভোগ দীর্ঘদিনের। কবে এই দুর্ভোগের শেষ হবে কেউ জানে না। পুলিশের কাজকে গতিশীল করার লক্ষে ২০০৪ সালে গাড়িটি বাঘাইছড়ি থানায় প্রদান করা হয়।

সেই থেকে এই গাড়িটি নিরলসভাবে বাঘাইছড়িবাসীকে সেবা দিয়ে যাচ্ছিল। পাহাড়ি পথে চলতে চলতে গাড়িটি এখন বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। তাই চলার পথে প্রায়ই মাঝপথে দাঁড়িয়ে যায়।

এজন‍্য বারবার মেরামত করা হলেও যাত্রা পথে মাঝে-মধ‍্যে ঠাঁই দাঁড়িয়ে থাকতে ভুল হচ্ছে না। তখন নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে সজোরে ধাক্কা দিতে দিতে রাস্তার পাশে নিয়ে রাখতে হয়।

এই দেশে পুলিশ প্রথম সারির যুদ্ধা। তাই ভিআইপি ডিউটিসহ দুর্গম পাহাড়ে প্রায়ই সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন‍্য ঘটনা স্থলে যেতে হয়। একটু দেরি হলে পুলিশের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে। তাই জনস্বার্থ বিবেচনায় দুর্গম বাঘাইছড়ি থানায় পুলিশের জন‍্য একটি মান-সম্মত গাড়ি বরাদ্ধ ও সরবরাহ খুবই জরুরি বলে সচেতন মহল অভিমত ব‍্যক্ত করছেন।

এ ব‍্যাপারে বাঘাইছড়ি থানা ইনচার্জ মো. আশরাফ উদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App