×

সারাদেশ

তাড়াইল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১০:৪৮ পিএম

তাড়াইল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

"পুলিশেই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) বিকেল ৪ টার দিকে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমানের সভাপতিত্বে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার ( করিমগঞ্জ সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।

তাড়াইল থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডের আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলার  সার্বিক পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজী আব্দুল হাই, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক আজাহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.গোলাপ হোসেন ভূঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন, জাতীয় যুবসংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি মো.শাহ আলম সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্যে মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বলেন, আমাদের পার্শ্ববর্তী  উপজেলা গুলোতে ওয়াজ মাহফিল চলছে। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশে তাড়াইলে তা বন্ধ, আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা জনসাধারণের কাছে জবাবদিহি করতে হয়।তাই উপজেলাবাসীর পক্ষথেকে অতিরিক্ত পুলিশ মহোদয়ের মাধ্যমে উর্ধ্বতন  কতৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি ক্ষুদ্রপরিশে স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিল করার অনুমতির জন্য।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন, তাড়াইল উপজেলায় যারা ওয়াজ মাহফিল করতে চান তারা যেন জেলা পুলিশ সুপারের বরাবরে আবেদন করেন। আমরা যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের পরামর্শক্রমে ওয়াজ মাহফিল করার অনুমোদন দেয়ার ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App