×

আন্তর্জাতিক

করোনা পরীক্ষক দলকে ঢুকতে দেয়নি চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৯:৪৬ এএম

করোনা পরীক্ষক দলকে ঢুকতে দেয়নি চীন
উহান থেকেই যে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছে বিশ্বে, সেটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বৈজ্ঞানিকভাবে তথ্যপ্রমাণসহ সে তত্ত্বের স্বীকৃতি দিতে নারাজ চীন। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো একটি করোনা বিশেষজ্ঞ দলকে সে দেশে ঢুকতে দেয়নি বেইজিং। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেসিয়াস বলেন, আমি অত্যন্ত হতাশ। বছরখানেক আগে উহান থেকে ছড়ায় করোনা ভাইরাস। তারপর তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। কীভাবে, কোথা থেকে সেই ভাইরাস প্রথম ছড়াল, সেটি কোনো প্রাণীদেহ থেকে ছড়িয়েছিল কিনা, এসব খতিয়ে দেখতে চলতি মাসের শুরুতেই ১০ জনের একটি বিশেষজ্ঞ দলের চীন যাওয়ার কথা ছিল। তেদ্রোস জানান, দলের দুজন সদস্য ইতোমধ্যেই চীনের পথে রওনা দিলেও তাদের বেইজিংয়ে ঢুকতে দেয়া হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, চীনা কর্মকর্তারা দলটিকে অনুমতি দেয়নি। আমরা শীর্ষস্তরে জানিয়ে দিয়েছি, এই মিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশনের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির পশুপাখির রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। পাখি বা অন্যান্য পশুদেহ থেকে কোনো রোগ অন্য প্রাণীদেহে কীভাবে ছড়িয়ে যায়, সে বিষয়ে একজন বিশেষজ্ঞ এমবারেক। গত জুলাই মাসেও চীনে গিয়ে একদফা অনুসন্ধান চালিয়ে এসেছেন তিনি, যদিও সেটি ছিল মূল মিশনের প্রস্তুতিমূলক মিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান জানান, প্রতিনিধি দলের দুই সদস্য রওনা দিয়েছিলেন চীনের উদ্দেশে। কিন্তু বেইজিং অনুমতি না দেয়ায় একজন ফিরে এসেছেন। আরেকজন অন্য দেশে গেছেন। তিনি বলেন, আমরা আশা করি ও আস্থা রাখি, এটা শুধু ক‚টনৈতিক সমস্যা। শিগগিরই মিটিয়ে ফেলা সম্ভব। চীনের এ অবস্থান অবশ্য নতুন কিছু নয়। প্রথম থেকেই করোনার উৎস নিয়ে বিশ্বকে ধোঁয়াশার মধ্যে রেখেছে তারা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার চীনকে অভিযুক্ত করেছেন। কিন্তু এসবেও কোনো পরোয়া না করে বেইজিং একবার বলছে, একাধিক জায়গায় একসঙ্গে ছড়িয়েছিল ভাইরাস। আবার কখনো বলছে, যা করার, সেটি তারা নিজেরাই করছে। অন্যদের তাতে অযথা নাক গলাতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App