×

মুক্তচিন্তা

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৬:২৫ পিএম

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
লাখো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এ দেশটা। একদিন-দুদিন করে আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি হতে চলল। এই ৫০ বছর এ বাংলার জনগণ অনেক চড়াই-উতরাই পার করেছে। এখন আমরা যদি এই ৫০ বছরের পাওয়া-না পাওয়ার হিসাব মিলাতে যাই তাহলে চোখের সামনে অনেক অপ্রাপ্তিই হয়তোবা ভেসে উঠবে। কিন্তু চোখটা একটু ভালো করে মেললে দেখা যাবে প্রাপ্তির খাতাটাও অনেক বড়। শুধু কয়েকটা অপ্রাপ্তির ফর্দ থাকার কারণে প্রাপ্তির খাতাটা আর খুলে দেখা হয় না। চলুন আজ প্রাপ্তির হিসাব মিলাই। এক সময় আমরা চাল উৎপাদনে খুবই পিছিয়ে ছিলাম। চাহিদা অনুযায়ী জোগান দেয়া আমাদের জন্য সম্ভব ছিল না। কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। শ্রীলঙ্কায় চাল রপ্তানি দিয়ে শুরু করে আজ বাংলাদেশ বিশ্বে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। এ দেশ চাল উৎপাদনে আজ বিশ্বের মাঝে তৃতীয় অবস্থানে নিজের আসন পাকাপোক্ত করে রেখেছে। চালের গড় উৎপাদনশীলতা বিশ্বে যেখানে প্রায় তিন টন আমাদের সেখানে ৪.১৫ টন। এ ছাড়া পৃথিবীর অন্যতম জনপ্রিয় খাদ্য আলু উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে সপ্তম। যার স্বাদ পৃথিবীজুড়ে অনন্য, তা হলো আমাদের জাতীয় মাছ ইলিশ। এই জাতীয় মাছ ইলিশ উৎপাদনে বিশ্বের মধ্যে ১ নম্বর স্থানটি আজো বাংলাদেশের। আমিষের দিকে তাকালে দেখতে পাই, এ দেশ পৃথিবীর মাঝে অন্যতম বড় আসনে অধিষ্ঠিত। গবাদিপশু উৎপাদনে বিশ্বে ১২তম অবস্থানে আমার এই দেশ। ছাগলের সংখ্যা বৃদ্ধি এবং মাংস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ আর ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দুই নম্বর স্থানে। ভিটামিনের উৎস সবজি উৎপাদনে এ দেশের অবস্থান বিশ্বে তৃতীয়। দেশে এখন ৬০ ধরনের ২০০টি জাতের সবজি উৎপাদন হচ্ছে। এরপর আসা যাক বস্ত্রের দিকে। এখানেও পুরো পৃথিবীতে এ দেশের জয়জয়কার। তৈরি পোশাক রপ্তানিতে আজ বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এ দেশের মজুর-মেহনতি মানুষ বিশ্বের নামিদামি মানুষের কোটি কোটি টাকার পোশাক বানাচ্ছে এবং প্রতিনিয়ত প্রশংসার ফুলঝুরি অর্জন করছে। পাট উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থাকা সত্ত্বেও পাট এবং পাটজাতপণ্য রপ্তানিতে বিশ্বে বাংলার অবস্থান প্রথম। এ ছাড়া জনশক্তি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ে বাংলাদেশ বিশ্বে অষ্টম। এখন একটু খেলাধুলার দিকে আসি। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটে বিশ্বের মাঝে সপ্তম স্থানে আমাদের এই দেশ। পৃথিবীর বাঘা বাঘা দেশকে নাকানি-চুবানি খাওয়ানো এখন আমার দেশের সোনার ছেলেদের কাছে সামান্যই মাত্র। কেননা বাংলাদেশ আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন। এ ছাড়া অর্থনীতির অন্যতম সূচক জিডিপির প্রবৃদ্ধির এককে বাংলাদেশ আজ বিশ্বে ষষ্ঠ। এই তো প্রথম সারির এককের কথা। এমনি নানা এককে আজ বাংলাদেশ বিশ্বে অনেক এগিয়ে। একটু চোখ ফেললে আমরা দেখি আজ বাংলাদেশ নিজেই তার জন্য বড় বড় জাহাজ বানাচ্ছে। আজ বাংলাদেশে টানেল নির্মাণ হচ্ছে, গভীর সমুদ্রবন্দর নির্মাণ হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এ ছাড়া আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম কঠিন স্থাপনা পদ্মা সেতুর মালিক। আজ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবেও বিশ্বে জায়গা করে নিয়েছি। আমাদের আছে বিশ্বের অন্যতম বড় নৌবন্দর- চট্টগ্রাম বন্দর। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত এবং ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের কিছু সূচক এখনো নিচের দিকে। এর জন্য দায়ী কে? এর জন্য আমরা সবাই দায়ী। যার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। শুধু প্রশাসনের নয়, আমাদেরকেও আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই সূচকগুলোর ঊর্ধ্ব অবস্থানে কাজ করতে হবে। অপ্রাপ্তিগুলোর জন্য নিজের দোষগুলো খুঁজে বের করে প্রশাসনকে সাহায্য করা। প্রয়োজনে জীবনকে বাজি রেখে দেশের অভ্যন্তরীণ শত্রুদের মোকাবিলা করা। এটি ভাবায় যে, আমিও এ দেশের একজন নাগরিক। এই দেশটাকে কিছু একটা দেয়া আমার নৈতিক দায়িত্ব। তাই আমরা সবাই নতুন বছরের নতুন দিনে নিজেকে নতুন করে তৈরি করি। পুরো দেশটাকে নিজের মনে করি নতুন করে সাজাই। সবাই এক সুর আর স্বরে আওয়াজ তুলিÑ ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয় [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App