×

পুরনো খবর

শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ১০:৩৪ পিএম

শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট
একটি দেশের মূল চালিকাশক্তি সেই দেশের তরুণ সমাজ। কেননা তরুণ সমাজের ওপরই দেশের ভাগ্য অনেকাংশে নির্ভরশীল। আজকের তরুণরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। সেই তরুণদের একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুঃখজনক হলেও সত্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা বিভিন্নভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকদ্রব্য গ্রহণ থেকে শুরু করে ব্যবসায়ও জড়িয়ে যাচ্ছে অনেকে। কাছের বন্ধুটিও অনেক সময় মাদকের কবলে পড়ে শেষ হয়ে যায়, কিন্তু তেমন কিছুই করার থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, মাদকের সহজলভ্যতা এবং সঠিক তদারকির অভাবে জড়িয়ে যাচ্ছে সম্ভাবনাময় এই তরুণরা। মনোবিজ্ঞানীদের মতে, মাদকদ্রব্য অধিক মাত্রায় গ্রহণের ফলে তারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে তারা জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। বুয়েট শিক্ষার্থী হত্যা, ধর্ষণ, মারামারির মতো বিভিন্ন ঘটনা ঘটছে অহরহ। দেশের এই মূল চালিকাশক্তি তরুণদের মাদকের হাত থেকে বাঁচাতে হলে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এর অংশ হিসেবে ডোপ টেস্ট করে বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষার্থী ভর্তি করা এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার দাবি করছি। শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App