×

সারাদেশ

মেঘনায় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৫:২৪ পিএম

মেঘনায় মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ
মেঘনা নদীর গভীর মোহনা থেকে ১০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে এমন খবর দেন চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটের মাঝি শাহ আলম ও কামাল হোসেনসহ কয়েক জেলে। খবর পেয়ে মেঘনা উপকূলের সামরাজ মৎস্যঘাটে গেলে শাহ আলম জানান, গত সোমবার গভীর রাতে মৎস্য শিকারে যাওয়া স্থানীয় ৮টি নৌকাসহ ১০ জেলেকে দস্যুরা অপহরণ করে। প্রত্যেকের পরিবার ও স্বজনদের কাছে জনপ্রতি জেলের জন্য ৮০হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে দস্যুরা। এসময় কামাল মাঝি বলেন, মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্যঘাট,হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুগাছিঁয়া ও জাহানপুর ইউনিয়নের পাঁচকপাট এলাকার ৮টি নৌকাসহ ১০ জেলে মেঘনা নদীতে মৎস্য শিকারে যায়। এসময় অপর ট্রলারে দস্যুরা এসে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করছে বলে অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে কামাল মাঝি দাবি করেন। ঘটনায় দু’দিন পার হলেও থানা পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন পুলিশ বিষয়টি শুনেছে। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App