×

খেলা

সৌরভ গাঙ্গুলি আগামীকাল হাসপাতাল ছাড়ছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৮:৫৩ পিএম

সৌরভ গাঙ্গুলি আগামীকাল হাসপাতাল ছাড়ছেন

উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও সৌরভ গাঙ্গুলি

বুকে ব্যথা নিয়ে গত ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক। ব্লক ধরা পড়ায় ডান ধমনিতে এরই মধ্যে স্টেন্ট বসানো হয়েছে। এরপর থেকে ভালোই আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি। তার বুকে যন্ত্রণা বা অস্বস্তির ভাব এখন নেই। তাই আগামীকাল(বুধবার) হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে তার। তবে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিন পর ছুটি পেলেও আবারো ফিরতে হবে। হৃদরোগের চিকিৎসার দ্বিতীয় পর্ব সম্পন্ন করার জন্য কয়েক দিনের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ককে। আজ সৌরভের সঙ্গে দেখা করেছেন উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। কথা বলেছেন সৌরভের মেডিকেল টিমের সঙ্গেও। জানা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুই সপ্তাহ পর মেডিকেল টিমের সদস্যরা আবার আলোচনায় বসবেন তাকে নিয়ে। তখনই ঠিক করা হবে সৌরভের বাকি দুটি ব্লক সারাতে স্টেন্ট বসানো হবে কিনা। তারপর সিদ্ধান্ত হবে অ্যাঞ্জিওপ্লাস্টির। এ বিষয় সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, ‘দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ হাসপাতালের প্রধান নির্বাহী ডা. রুপালি বসু বলেন, ‘সৌরভ গাঙ্গুলি ভালো আছেন। ঠিক মতো ঘুমুচ্ছেন। ডা. দেবী শেঠির সঙ্গেও কথা বলেছেন। এরপর দেবী শেঠি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।’ তিনি আরো বলেন, গাঙ্গুলির আর কোনো দৈহিক জটিলতা নেই। তবে তার পারিবারিকভাবে হৃদরোগ সমস্যার ইতিহাস আছে। সৌরভের সঙ্গে দেখা করার পর আশাপ্রদ কথাই শুনিয়েছেন খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠি, ‘সৌরভের বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে এটা এমন একটা জটিলতা, যা সব ভারতীয়ই কোনো না কোনো সময় ভুগে থাকে। আর সেটা হলো হৃদযন্ত্রে ব্লক ধরা পড়া। ওর হৃদপিন্ড এখনো শক্তিশালী। ঠিক যেমনটা ওর (সৌরভ) ২০ বছর বয়সে ছিল। আমি সবাইকে আশ^স্ত করতে চাই, ওর বড় ধরনের কোনো হৃদযন্ত্র ঘটিত সমস্যা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App