×

খেলা

তামিম-মুশফিকদের উইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৫:১৪ পিএম

তামিম-মুশফিকদের উইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু
ঘরের মাঠে ১০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এ সফরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে দুই দল। এ লক্ষ্যে টাইগারদের ২৪ সদস্যের ওয়ানডে ও ২০জনের টেস্ট প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সোমবার। তাই উইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা। প্রাথমিক দল ঘোষণার পর আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) টাইগার ক্রিকেটারদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে হোম অফ ক্রিকেট মিরপুর। এর আগে গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষে ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে একদিন ব্যস্ততাশূন্য ছিল মিরপুরে মূল মাঠ, ইনডোর ও জিমনেশিয়াম। তবে আজ ফের টাইগারদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে হোম অফ ক্রিকেটের প্রিয় প্রাঙ্গন। এদিন বেলা সাড়ে ১২টায় ওয়ানডে দলপতি তামিম ইকবাল আসেন মাঠে। এসেই চলে গেলেন পূর্ব দিকের গ্যালারির প্রান্তে। সেখানে কিছুক্ষণ দৌড়ে শরীর গরম করেন । তবে তামিম যখন রানিং করছেন তখন ব্যাটিং অনুশীলন শেষ করে ফিরছিলেন লিটন দাস। রানিং শেষ করে তামিম চলে গেলেন ব্যাটিংয়। ব্যাট হাতে অনুশীলনে বেশ কিছুক্ষণ ঘাম ঝড়িয়েছেন টাইগারদের ওয়ানডে দলপতি। এছাড়া আল আমিন হোসেনকেও ফিটনেস অনুশীলনে ব্যস্ত দেখা গেল। সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই চোখ আটকে গেল মোহাম্মদ মিঠুনের দিকে। প্যাড আপ করা, ব্যাট হাতে ফিরছেন ড্রেসিংরুমের দিকে। বুঝতে বাকি রইলো না তিনি বাটিং অনুশীলন শেষ করে বেরুলেন। ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে ১০ জানুয়ারি। ওইদিনই ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় পৌঁছাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App