×

খেলা

কিউইদের রেকর্ডে কোণঠাসা পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম

কিউইদের রেকর্ডে কোণঠাসা পাকিস্তান

ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ব্যাট উচিয়ে ধরেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ২৯৭ রান তুলেছিল পাকিস্তান। সেটাকেই বড় স্কোর ভাবছিলেন অনেকে। কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষেও সেই ভাবনা বজায় আছে? কিউইরা প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিসহ এদিন আরো ২টি শতকের দেখা পেয়েছে স্বাগতিকরা। তাতে রেকর্ডময় নিউজিল্যান্ড শিবির। বিপরীতে রেকর্ডে রেকর্ডে কোণঠাসা পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৮ রান করার পরও ৩৫৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। পাকিস্তানের ২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ২৮৬ রান সংগ্রহ করে। উইলিয়ামসন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১২ রানে। ৮৯ রানে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস। সেখান থেকে তৃতীয় দিন ডাবল সেঞ্চুরি করেন কিউই অধিনায়ক। সেঞ্চুরি পূর্ণ করে আউট হন নিকোলসও। উইলিয়ামসন ৩৬৪ বলে করেন ২৩৮ রান। তাতে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এই কীর্তি গড়তে তিনি ব্রায়ান লারা, রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সদের চেয়েও ছিলেন দ্রুততম। এই মাইলফলক ছুঁতে ডান-হাতি এই ব্যাটসম্যানকে খেলতে হয়েছে ৮৩ ম্যাচের ১৪৪ ইনিংস। ৭ হাজার রানের এই কীর্তি স্পর্শ করতে লারাকে খেলতে হয়েছে ১৪৬ ইনিংস, পন্টিং খেলেছেন ১৪৫ ইনিংস। এছাড়া মাইকেল ক্লার্ক ১৪৯, অ্যালিস্টার কুক ১৫১, রস টেইলর ১৬৯ ইনিংসে করেছেন ৭ হাজার রান। বিশে^র দ্রæততম ৭ হাজার রান করাদের তালিকায় উইলিয়ামসনের অবস্থান ১৩তম। এটি ছিল উইলিয়ামসনের চতুর্থ ডাবল সেঞ্চুরি, যা ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের এটি রেকর্ড তৃতীয় ডাবল সেঞ্চুরি, যা এর আগে করেছেন ম্যাককালাম ও স্টিভেন ফ্লেমিং। উইলিয়ামসন-নিকোলস জুটি ছিল নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটে ৩৬৯ রানের পার্টনারশিপ, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটি। নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজেরও এটি দুদলের মধ্যে সর্বোচ্চ। উইলিয়ামসনের সঙ্গে রেকর্ড জুটি গড়া নিকোলস ২৯১ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৫৭ রানে আউট হন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়া ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা ড্যারেল মিচেল অভিষেক সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। তিনি ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় খেলেন ১০২ রান। আর ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জেমিসন। পাকিস্তান বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি, আব্বাস ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট লাভ করেন। নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৮ রান করেছে পাকিস্তান। কাইলে জেমিসনের বলে শূন্য রানে ফিরে যান শান মাসুদ। ৭ রান নিয়ে আবিদ আলি ও ১ রান নিয়ে অপরাজিত আছেন মোহাম্মদ আব্বাস। এ দুজন আজ নিউজিল্যান্ডের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নামবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App