×

জাতীয়

এবার ল্যাপটপ পেলেন সংসদের কর্মকর্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৮:৪৪ পিএম

এবার ল্যাপটপ পেলেন সংসদের কর্মকর্তারা
সংসদ সদস্যদের (এমপি) মধ্যে ল্যাপটপ বিতরণের পর এবার সংসদের উপসচিব/পরিচালক পদমর্যাদার ও তদূর্ধ্ব কর্মকর্তারা ল্যাপটপ পেয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) পর্যন্ত ৪৫ জনের মত কর্মকর্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ডিজিটাল সংসদ বির্নিমানের উদ্দেশ্য হিসেবে তাদের মধ্যে ল্যাপপট বিতরণ করা হয়, বাকি কর্মকর্তাদের পরে দেয়া হবে। সংসদের আইটি বিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল জানিয়েছেন, জাতীয় সংসদ সচিবালয়ের ‘আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় তাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে। ল্যাপটপ পাওয়া সংসদের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের কাজে গতিশীল ও অনলাইনভিত্তিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। আমরা এজন্য প্রধানমন্ত্রী ও স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। অত্যাধুনিক ল্যাপটপ প্রাপ্তিতে আমাদের কাজকে আরোও গতিশীল করবে।এর আগে প্রায় ৯০ হাজার টাকা দামের ল্যাপটপ দেওয়া হয়েছে ৩৫০ জন এমপিকে। সঙ্গে ছিল প্রায় ২০ হাজার টাকা দামের একটি প্রিন্টার মেশিনও। সেই প্রিন্টার মেশিনে স্ক্যানিংও করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App