×

জাতীয়

ভারতের টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৫:৩৩ পিএম

‘ভারতের সেরাম ইনস্টিটিউশন টিকা রপ্তানি করতে পারবে না’ খবরে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা নাকচ করে দিয়েছেন সে দেশের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দিল্লি থেকে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে।

সারাক্ষণ থেকে যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘সেরাম-প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।’

ঢাকায় একসময় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করা দিল্লির এই পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রাথমিকভাবে জি-টু-জি ব্যবস্থায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে। এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না। পরে ব্যাপকভিত্তিক উৎপাদন নিশ্চিত করা গেলে বাণিজ্যিক চুক্তির আওতায় সরবরাহ করা হবে। তবে প্রতিবেশী বাংলাদেশের জনগণ প্রথম থেকেই টিকা পাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App