×

জাতীয়

কারাগারে মানবতা বিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০১:৩৩ পিএম

কারাগারে মানবতা বিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ফাইল ছবি

কুড়িগ্রাম উলিপুরের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি মাওলানা আকবর আলীর (৯০) মৃত্যু হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মো. মাহবুবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকবর আলী মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে তিনি অসুস্থ্ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকবর আলীর বাড়ি কুড়িগ্রাম উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ উলামাগঞ্জ গ্রামে।

তার ছেলে মো. রফিকুল ইসলাম জানান, তারা ২ ভাই ৩ বোন। তার দাদার নাম মৃত তাহের উদ্দিন। উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আকবর আলী। মানবতা বিরোধী অপরাধ মামলায় ২০২০ সালে ৮মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App