×

আন্তর্জাতিক

প্রতি মাসে ২ জন করে ভারতীয় সেনাকে মেরেছে পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৪:০৩ পিএম

প্রতি মাসে ২ জন করে ভারতীয় সেনাকে মেরেছে পাকিস্তান

ভারত-পাকিস্তান উত্তেজনা- ফাইল ছবি

শত্রুতার আরেক নাম ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। দুই দেশের সীমান্তে উত্তেজনা থাকবেই। গেল ২০২০ সালের এক বছরে ভারতের সীমান্ত বাহিনীর ২৪ সদস্যকে পাকিস্তান গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ভারত। বিদায়ী বছরে সে হিসেবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান ৫ হাজার ১০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে যা গত ১৮ বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন ১৪ বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা।

এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App