×

সারাদেশ

দৌলতপুরের চরাঞ্চলে পৌঁছে গেল স্বপ্নের বিদ্যুৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ১০:৫০ পিএম

দৌলতপুরের চরাঞ্চলে পৌঁছে গেল স্বপ্নের বিদ্যুৎ

চরাঞ্চলের মানুষের স্বপ্নের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ।

দৌলতপুরের চরাঞ্চলে পৌঁছে গেল স্বপ্নের বিদ্যুৎ

চরাঞ্চলের বিদ্যুৎ প্রকল্প এলাকায় নতুন সংযোগের জন্য খুঁটি ও তার স্থাপনের একাংশ

চলমান মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া বিচ্ছিন্ন প্রায় দুটি ইউনিয়নের (চিলমারী ও রামকৃষ্ণপুর) একটিতে পৌঁছে গেছে স্বপ্নের বিদ্যুৎ। এর মধ্য দিয়ে ইউনিয়ন দুটির চরাঞ্চলবাসীর স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ পেরোলো। চলতি বছরের মার্চ মাসের মধ্যেই পর্যায়ক্রমে দুই ইউনিয়নের এই প্রকল্পভুক্ত সবকটি গ্রাম শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার (৪৯৫০৩) জনসংখ্যার ৩৮টি গ্রামের মধ্যে রোববার ( ৩ জানুয়ারি) দুপুরে রামকৃষ্ণপুরের ৭টি গ্রামে নতুন এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। এই প্রকল্পটির মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় দেয়া সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহর আরো একটি অঙ্গীকার পূরণ হতে চলেছে। চরাঞ্চলবাসীর স্বপ্নের এই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. কা. ম সরওয়ার জাহান বাদশাহ। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডলের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রেজওয়ান আলী খান। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম শেলী দেওয়ান, সাবেক তথ্যবিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগে নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যডভোকেট সরওয়ার জাহান বাদশাহ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাত্র দুই বছরের মাথায় চরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে পেরেছি। চরাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ ও পদ্মা নদীর ভাগজোত পয়েন্টে একটি ব্রিজ নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। [caption id="attachment_258926" align="aligncenter" width="700"] চরাঞ্চলের বিদ্যুৎ প্রকল্প এলাকায় নতুন সংযোগের জন্য খুঁটি ও তার স্থাপনের একাংশ[/caption] উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, চর এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রায় আমুল পরিবর্তন আসবে। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা তার প্রতিশ্রুতি পূরণে আরেক ধাপ এগিয়ে এগিয়ে গেলেন। পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (দৌলতপুর) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কে এম তুহিন মির্জা বলেন, দুর্গম চর হওয়ায় এখানে বিদ্যুতের লাইন স্থাপন ও মালামাল পরিবহন খুবই চ্যালেঞ্জিং ছিল। পদ্মা নদীর মাঝ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে লাইন নিয়ে যাওয়া হয়েছে। প্রথম পর্যায়ে চিলমারী ও রামকৃষ্ণপুর দুই ইউনিয়নের প্রায় সাড়ে ৮ হাজার পরিবার বিদ্যুতের আওতায় আসবে। এর অংশ হিসেবে আজ প্রথম ধাপে রামকৃষ্ণপুর ইউনিয়নের ৭টি গ্রাম বিদ্যুতায়িত করা হলো। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম চরে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষে ২৪২ কিলোমিটার পথ পাড়ি দেয়ার টার্গেট নেয়া হয়েছে আগামী ২১ মার্চের মধ্যে। ৪২ কোটি টাকা ব্যয়ের এই শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। রোববার ২২১টি পরিবারে সংযোগের মধ্য দিয়ে চরাঞ্চলে বিদ্যুতের যাত্রা শুরু হলো। সংসদ সদস্য অ্যডভোকেট সরওয়ার জাহান বাদশাহ সুইস টিপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে চরাঞ্চলের সাত গ্রামের মানুষের মাঝে বিদ্যুতের আলো জ্বালিয়ে দিলেন। জানা যায়, বিদ্যুৎ সংযোগসহ চরাঞ্চলে সার্বিক উন্নয়নের কাজ সংসদ সদস্যের পক্ষে নিয়মিত দেখভাল করছেন তার ছেলে, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের আহ্বায়ক শাইখ আল জাহান শুভ্র। শুভ্র বলেন, দৌলতপুরের সামগ্রিক উন্নয়নের সাথে সাথে চরাঞ্চলের মানুষের বিদ্যুৎ, রাস্তাঘাট, চিকিৎসাসহ তাদের জীবনমান উন্নয়নে বাবা (এমপি বাদশা) কাজ করে যাচ্ছেন। এ জন্য বিশেষ পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হচ্ছে। অন্যদিকে এই বিদ্যুৎ প্রকল্প ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের তৎপরতা নিয়ে ইতোপূর্ব ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে খবর বের হলেও এখনো তাদের রোধ করা যায়নি বলে প্রকল্পভুক্ত এলাকাবাসী জানিয়েছেন। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে সব মিলিয়ে একেকজন গ্রাহকের আড়াই হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে একেকজন গ্রাহককে গুনতে হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। দালালদের দৌরাত্ম্যের বিষয়টিও এই উদ্বোধন অনুষ্ঠানে একজন বক্তা উল্লেখ করেন। পরে প্রধান অতিথির বক্তৃতাকালে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ দালালদের চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App