×

সারাদেশ

টিএইচওকে মারপিট উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ১০:৪০ পিএম

টিএইচওকে মারপিট উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার গ্রেপ্তার
জেলার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. শুভ্রারানী দেবনাথকে মারপিটের অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) আবু তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ জানুয়ারি) সকালে হাসপাতাল চত্বরে এ ঘটনাটি ঘটে। তবে মণিরামপুরের রাজগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আবু তৌহিদ মারপিট করার কথা অস্বীকার করেছেন। টিএইচও শুভ্রা রানী বলেন, ‘সকালে হাসপাতালের প্রধান ফটকে দাঁড়িয়ে কয়েকজন চিকিৎসকের সঙ্গে ফুলবাগানের কাজ দেখছিলাম। এ সময় মোটরসাইকেলে সেখানে আসে আবু তৌহিদ। উপ-স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে কেন এখানে, জানতে চাইলে সে কোনও উত্তর না দিয়ে হাতে থাকা একটি তালা আমার দিকে ছুড়ে দেয়। এরপর গালিগালাজ করতে করতে সে আমার মুখে ও মাথায় কয়েকটি চড়-থাপ্পড় মারে। তখন সঙ্গে থাকা চিকিৎসকরা ও আমার গাড়িচালক আবু মুসা তাকে থামানোর চেষ্টা করেন।’ এদিকে, হাসপাতাল প্রধানের ওপর হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সেকমো তৌহিদকে মারপিট করে একটি কক্ষে আটকে রাখেন হাসপাতালের অন্যরা। পরে পুলিশ সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে। হাসপাতালের একাধিক সূত্র জানান, শনিবার (২ জানুয়ারি) একবার হাসপাতালে আসেন তৌহিদ। এরপর ম্যাডামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তখন সিভিল সার্জনও হাসপাতালে উপস্থিত ছিলেন। তারা আরও জানান, রাজগঞ্জ কেন্দ্রের যে কক্ষে তৌহিদ বসেন, সকালে সেই কক্ষটি তালাবন্ধ পেয়ে হাসপাতালে আসেন তিনি। আসার পথে চন্ডিপুর কমিউনিটি সেন্টার বন্ধ দেখতে পান। সেন্টা বন্ধ থাকলেও তালা খোলা দেখতে পেয়ে তিনি সেই তালা সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। শুভ্রারানী দেবনাথ বলেন, ‘রাজাগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক সুমন গুপ্ত অসুস্থ হয়ে খুলনায় চিকিৎসা নিচ্ছেন। সেই কারণে সেকমো তৌহিদের সেখানে ডিউটি করার কথা।’ অভিযুক্ত আবু তৌহিদ বলেন, ‘হাসপাতালে ঢোকার পর কী হয়েছে আমি বলতে পারবো না। তবে আমি ম্যাডামকে মারিনি। হাসপাতালের সবাই আমাকে খুব মেরেছে।’ এ বিষয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি কাজে বাধা ও হাসপাতালের প্রধানের উপর হামলার ঘটনায় টিএইচও মামলা করেছেন। হামলাকারী থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত আবু তৌহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App