×

জাতীয়

চতুর্থ ধাপের ৫৬ পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৮:৩৪ পিএম

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভা ভোট অনুষ্ঠিত হবে। রবিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি।

ইসির সিনিয়র সচিব জানান, ৫৬ টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

কিসের ভিত্তিতে ইভিএম এবং ব্যালট পেপার জানতে চাইলে সচিব বলেন, বিষয়টি নিয়ে কমিশন আলোচনা করেছে যে সকল পৌরসভাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে কমিশন, সেগুলোতে ইভিএমে ভোট সিদ্ধান্ত হয়েছে বাকিগুলোতে ব্যালট পেপার।

এর আগে তিন দফায় পৌর ভোটের তফসিল ঘোষনা করে ইসি। যার মধ্যে গত ২৮ ডিসেম্বর প্রথম দফায় ২৪ পৌরসভায় ভোট গ্রহণ করে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App