×

সারাদেশ

রাজশাহীতে মদ্যপানে চার যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৯:৫৬ পিএম

রাজশাহীতে মদ্যপানে চার যুবকের মৃত্যু
রাজশাহীতে মদ্যপানে বিষক্রিয়ায় চার যুবকের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে তিনজন শুক্রবার রাতে ও শনিবার বিকেলে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাকীর মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতেমখাঁ এলাকার লুৎফর রহমানের তুহিন (২৬) ও বাগমারা উপজেলা শান্তাপাড়া রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ১০টার মধ্যে পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে সকাল সাড়ে ৬টার মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাইসাল, সাগর ও সজল। আর শনিবার বিকেল সাড়ে চার দিকে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে মারা যান তুহিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে যুব সমাজের একটি বড় অংশ মদ্যপান করে থাকে। ফলে তাদের বেশিরভাগই মদ্যপানের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হচ্ছেন। নিহতরা প্রথমে তথ্য গোপন করে হাসাপাতালে ভর্তি হলেও মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা মদ্যপানের বিষয়টি চিকিৎসকদের জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App