×

জাতীয়

কাল থেকে শুরু ৫ দিনব্যাপী বিসিক মধু মেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ পিএম

কাল থেকে শুরু ৫ দিনব্যাপী বিসিক মধু মেলা

ফাইল ছবি

করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সব ধরনের মেলা বন্ধ ছিল। এতে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের কথা মাথায় রেখে ‘‘মুজিববর্ষ’’ উপলক্ষ্যে বিসিক গৃহিত কর্মসূচির অংশ হিসেবে বিসিক উদ্যোক্তাদের সহযোগিতায় ৫ দিনব্যাপী মধু, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১ আয়োজন করেছে। মেলার স্টলগুলোতে মধু, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর স্থান পাবে। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

রবিবার (২ জানুয়ারি) থেতে শুরু হয়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে আয়োজিত এ মেলায় প্রায় ৬১ জন মধু, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা অংশ নিবেন। শনিবার বিসিক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে বিসিকসহ সব শিল্প প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ইন্ডাট্রিজ খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেন, প্লেন ইত্যাদি চালু হয়েছে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা মেলা আয়োজন করার জন্য বিসিক কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছিল। ফলশ্রুতিতে এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি মেলায় আগত মধু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অতিক্ষুদ্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে উদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘‘মুজিববর্ষ’’ উপলক্ষ্যে বিসিক কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে মধু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের সহযোগিতায় বিসিকের পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বরেন, বর্তমানে রাজধানীর বিপণিবিতানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়েছে। এছাড়াও বাস, ট্রেন, লঞ্চ, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু খুলে দেয়া হয়েছে। তাই বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। অধিকন্তু ক্রেতা সাধারণকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার আহ্বান জানান বিসিক চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App