×

আন্তর্জাতিক

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০১:০৪ পিএম

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রতীকী ছবি।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যমকর্মী প্রাণ হারালেন।

শনিবার (২ জানুয়ারি) আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত সাংবাদিক সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ) নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তাঁর ওপর ওই হামলা চালায়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ বলেন, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থনদান ও এগিয়ে নিতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে তিনি লিখেছেন, ‘তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App