×

সারাদেশ

ঈশ্বরদীর শিক্ষার্থীরা পেল নতুন পাঠ্যবই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম

ঈশ্বরদীর শিক্ষার্থীরা পেল নতুন পাঠ্যবই

ছবি: প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পাবনা ঈশ্বরদী উপজেলায় এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার (১ জানুয়ারি) সকালে স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদীর ১০ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বই তুলে দিয়ে উপজেলায় নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বিশ্বাস।

শহরের কলেজ রোড আকবরের মোড়ে সাংসদের বাসভবনে আয়োজিত বই বিতরণের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ইউএনও পিএম ইমরুল কায়েস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, পৌর মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মীর হুমায়ুন কবির বিপ্লব প্রমুখ।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা ২২৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে সরকারি বিদ্যালয় রয়েছে ১০০টি। বাকিগুলো বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও মাদ্রাস-মক্তব। করোনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ও প্রতিটি বিদ্যালয়ে বুথের মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে ৩৭ হাজার সেট নতুন বই বিতরণ করা হয়। যেসব শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি তাদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিয়েছেন। মাধ্যমিকেও একইভাবে বই বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App