×

মুক্তচিন্তা

স্বাগত ২০২১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ পিএম

বিদায় নিল ২০২০ সাল। অন্য যে কোনো বছরের চেয়ে আলাদা বছরটি বিশ্বজুড়ে কোভিড-১৯ জনিত রোগে প্রায় সাড়ে ৭ লাখ মানুষের না ফেরার দেশে চলে যাওয়ার গভীর বেদনাদায়ক। এছাড়া বিশ্বজুড়ে কত ঘটনা, কত হাসি-কান্না, বিষাদ ও উত্তেজনা- সবকিছুকে ছাপিয়ে স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন আজ। নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। কোভিড-১৯ কেড়ে নিয়েছে বিশ্বের ১৮ লাখ মানুষের প্রাণ। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পার করেছে কঠিনতম বছর। সরকারি হিসাবেই মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি। এ সময়ও থেমে ছিল না হত্যা, ধর্ষণের মতো অপরাধ। পরপর কয়েকটি ধর্ষণের বীভৎস ঘটনায় উত্তাল হয়েছে পুরো দেশ। পিছু ছাড়েনি দুর্ঘটনায় মৃত্যু। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩২ মৃত্যু, নারায়ণগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণে ৩৪ মৃত্যু, জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় ১২ মৃত্যু কাঁদিয়েছে দেশবাসীকে। বছরের অন্যান্য আলোচিত ঘটনার মধ্যে ছিল ইতিহাসে সর্বোচ্চ দামে পেঁয়াজ বিক্রি। বছরের শেষে গত ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর শুরু হয়। ভাসানচরে পৌঁছে সেখানে বসবাসের উন্নত ও আধুনিক ব্যবস্থা দেখে মুগ্ধ হন তারা। বছরের শেষে এসে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে এবং ভাঙার ঘোষণা দিয়ে চরম ঔদ্ধত্য দেখালে দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়। মহামারির বছর হলেও শুরুতে দেশের জন্য এক বিশাল অর্জন বয়ে নিয়ে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফেব্রæয়ারিতে দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অনন্য সাফল্য এনে দেয় দলটি। বাংলাদেশের জন্য এটাই প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জয়ের ট্রফি। আশা বয়ে আনে বছরের শেষ মাসে দেশের সুদীর্ঘ পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর সংবাদ। এর মাধ্যমে দৃশ্যমান হয়ে ওঠে ৬ হাজার ১৫০ মিটারের পুরো সেতু। নিজস্ব অর্থায়নে নির্মিত এ সেতু দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও উজ্জ্বল করে তুলেছে। করোনার মধ্যেও দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল স্বাভাবিক। রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। কৃষকদের একাগ্র ভ‚মিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। ২০২০ সালের শেষে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন বছর তাই আশার আলোও জ্বালছে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। বৈশ্বিক মহামারি করোনার দাপট এখনো চলছে। প্রতিরোধী টিকা আবিষ্কারের মধ্যেও কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ নতুন করে বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলছে। আশা করছি, দ্রুত এমন অনিশ্চিত জীবনের অবসান হবে। ২০২১ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App