×

সাময়িকী

স্বাগতম নতুন দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

এত এত শত কোটি গল্পের ভেতরে শুধু আমার গল্প কেবল তুমিই; পাড়ভাঙা নদী- গভীর ক্ষরণ হয়ে বুকে জেগে থাকো নির্ঘুম ঘুমিয়ে আছো- তা কতদিন হয়ে গেল মা? এ পাড়ে গমক্ষেতে শিশিরের কোলাহল এখন সবুজ সবুজ দিন ঘিরে জেগে থাকে পাতারা শুধু মাঠে গেলে তোমার উড়ো চুল মনে ভেসে ওঠে। আর কতদিন এভাবে দূরে দূরে থাকা হবে একা? শীতে গুড় কাঁপতে কাঁপতে জলে মিশে যায় দুধে দুধপিঠা নয়, যেন হেমলক বীজ খেয়ে পড়ে আছি এই আঁধার সরে যাবে কেমন ভালোবাসায়- ওষুধে? শীতকাঁথাজুড়ে হিম- চুপ হয়ে শুয়ে থাকে মা কেবল বুকেরই কাছাকাছি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App