রাজধানীতে নিরাপত্তা জোরদার, ১০ হাজার পুলিশ মোতায়েন

আগের সংবাদ

সুদানের বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিলো ফর্মড পুলিশ

পরের সংবাদ

সেতু আছে, নেই সংযোগ সড়ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ , ৫:১৫ অপরাহ্ণ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২০ , ৫:১৭ অপরাহ্ণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। পলাশবাড়ি-সাদুল্লাপুর সংযোগ সড়কের পাকুরিয়ার বিরামহীনপুর থেকে বুজরুক পাকুরিয়ার ঈদগাহ মাঠ সড়কে দুই এলাকার স্থানীয় মানুষদের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে এসডিএফ প্রকল্পের আওতায় বুজরুক পাকুরিয়ার খালের উপর আরসিসি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এসডিএফসহ সরকারি কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করছে না।

এ ব্যাপারে সাদুল্লাপুর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী(এসও) হান্নান জানান, অনেক আগে এসডিএফ প্রকল্পের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করার কারণে এলজিইডি থেকে সড়কের কাজ করা হয়নি। ওটা এসডিএফ প্রকল্পের কাজ।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর জানান, এটি সড়ক বিভাগের অধীনে না হওয়ায় বিষয়টি আমার জানা নেই।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়