×

সারাদেশ

রামগতিতে জমি দখল নিয়ে সংঘর্ষ আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

রামগতিতে জমি দখল নিয়ে সংঘর্ষ আহত ৫
লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের ৫জন আহত হয়ছে। বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার চরপোড়াগাঁছা ইউনিয়নের হারুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন( ৪১),ফছিউল আলমের ছেলে রতন(৪২)সেলিম(৩৮) ও প্রতিপক্ষের হুমায়োন কবিরের ছেলে সুমন ও রিপন। এলাকাবাসী জানান,,চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা মৌজার দিয়ারা ১৮৫ নম্বর দাগের ২ একর ৫০ শতক জমির মুল মালিক আবুল খায়ের। তার মৃত্যুর পর উক্ত জমির মালিক হন স্থানীয় আবু তাহের মৌলভী। তার মৃত্যুর পরবর্তি ওয়ারিশ সুত্রে ওই জমির মালিক হন মনির উদ্দীন গং। মনির উদ্দীন স্থানীয় দেলোয়ার হোসেন ও রতনের নিকট জমিগুলো বর্গা চাষ করতে দেন। বর্গা চাষী হিসেবে উক্ত ভূমিতে চাষাবাদ করতে গেলে একই এলাকার হুমায়ুন কবির তার দলবল নিয়ে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষের ৫ জন আহত হন। প্রতিপক্ষের হুমায়ুন কবিরের ছেলে নোমান বলেন, প্রকৃতপক্ষে জমির মালিক তারা। এ নিয়ে থানায় কয়েকবার বৈঠক হয়েছে। মনির গংরা কোন কাগজ পত্র দেখাতে পারেনি। কিন্তু আজ তারা হঠাৎ আমাদের মালিকানা জমিতে চাষ করতে আসায় আমরা বাধা দিয়েছি। মারধরের ঘটনা সঠিক নয়। তারা পরে গিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছে। আমরা কোন প্রকার মারধর করিনি। তারা উল্টো আমাদেরকে মারপিট করে আমার দুই ভাইকে আহত করেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই জমি মুলত হুমায়ুন কবিরের। দেলোয়ার ও রতনের দখলে ছিলনা। কিন্তু হঠাৎ তারা হুমায়ুন কবিরের জমিতে চাষ করতে আসায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি খারাপ দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান বলেন বিষয়টি শুনেছি । উভয় পক্ষের লোকজনকে থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App