×

সারাদেশ

গুরুদাসপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

গুরুদাসপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন
নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রাতিষ্ঠানিক কমিটি গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গুরুদাসপুরের নারী উচ্চ শিক্ষার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে স্বাধিনতা শিক্ষক পরিষদের গুরুদাসপুর উপজেলা কমিটি গঠন করা হয়। নাটোর জেলা কমিটির সহ সভাপতি খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন স্বাশিপের নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তুগলক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: মুনছুর রহমান,সহ সভাপতি অধ্যক্ষ মো: রাজ্জাক মোল্লা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মৌসুমি, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামান, জেলা কোষাধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ্য । পরবর্তীতে গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের প্রভাষক কৃষিবিদ মো: জহুরুল হক সরকারকে সভাপতি এবং গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের বিভাগী প্রধান(স.বি) প্রভাষক মো: মাজেম আলী মলিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App