×

খেলা

করোনায় ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের ক্ষতি বেশি হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:১৮ পিএম

করোনায় ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের ক্ষতি বেশি হয়েছে

মার্ক বাউচার

লকডাউনের কারণে বাড়িতে বন্দী থেকেই নিজের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করেছেন ক্রিকেটারা। এক্ষেত্রে যারা ব্যাটসম্যান, তাদের জন্য ঘরে কাজ করতে তেমন বেগ পেতে হয়নি। কিন্তু, বোলারদের জন্য বেশ সমস্যা হয়েছে। কারণ বোলারদের বেশি জায়গার প্রয়োজন হয়। এজন্য বোলাররা ঘরে তা করে উঠতে পারেননি। এমনটিই মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের জন্য ফিটনেস নিয়ে কাজ করা সহজ। হালকা অনুশীলনও করা যায়। কিন্তু কোনো বোলার নিশ্চয়ই তার বাড়ির সামনের জায়গায় দিনে ২০ ওভার বোলিং করতে পারবে না। ম্যাচের পরিস্থিতি বানিয়ে আপনাকে অনুশীলন করতে হয়। হয়তো সকালে ১০ ওভার বোলিং করলেন, পরে বিকেলে আরও ১০ ওভার। এভাবে কাজটা কঠিন।’

বাউচার আরও যোগ করেন, ‘অনুশীলনে মাত্র ৬ ওভার বোলিং করিয়ে আপনি কোনো বোলারকে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত বলতে পারেন না। আপনি এখনই কোনো বোলারকে মাঠে নেমেই আগুন ঝরাতে বলতে পারেন না, দিনে ২০ ওভার চাইতে পারেন না। আপনাকে আগে সেভাবে বোলারদের প্রস্তুত করতে হবে। যেন তাদের শরীরও যথাযথ সহায়তা করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App