×

সারাদেশ

মদনে মেয়র প্রার্থীসহ ১১জনের জামানত বাজেয়াপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ পিএম

মদনে মেয়র প্রার্থীসহ ১১জনের জামানত বাজেয়াপ্ত
নেত্রকোণার মদন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১১জনের জামানত বাজেয়াপ্ত হবে বলে সহকারি রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম জানান। এ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৬জন প্রার্থী তাদের মধ্যে ২জনের জামানত বাজেয়াপ্ত হবে এরা হলেন, জাতীয় পার্টির ক্ষুদিরাম চন্দ্র দাস, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফ। এ ছাড়া কাউন্সিলর সংরক্ষিত ২ এর শঙ্খ রানী বণিক (আনারস), স্যাজুতি তালুকদার সোনালী (অটোরিক্সা), সংরক্ষিত ৩ এর পারুল আক্তার (জবাফুল), মুন্না আক্তার (অটোরিক্সা) এবং ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নবাব মিয়া (উটপাখি), ৪নং ওয়ার্ডের মোঃ হযরত আলী (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডের আব্দুল করিম খান (পাঞ্জাবী) ও মোঃ আজিমুল খান (ডালিম), ৮ নং ওয়র্ডের মোঃ জুয়েল মিয়া (ডালিম) প্রতীকে নিয়মানুযায়ী প্রাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম জানান নিয়মানুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে তার আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী ৬ মেয়র পদে প্রতিদ্বন্দিদের মধ্যে ২জনের জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪ প্রতিদ্বন্দিদের মধ্যে ৪ প্রার্থীর ও সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন প্রতিদ্বন্দিদের মধ্যে ৫জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। মদন পৌরসভায় মোট ভোট ১২হাজার ৮শ৪১ এর মধ্যে প্রদত্ত ভোট ৯০২৩, বাতিল হয়েছে ১৫ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App