×

সারাদেশ

বেতাগী পৌরসভায় আ.লীগের জয়জয়কার, বিএনপির ভরাডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪০ পিএম

বেতাগী পৌরসভায় আ.লীগের জয়জয়কার, বিএনপির ভরাডুবি
প্রথম ধাপে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়জয়কার।ভরাডুবি হয়েছে বিএনপির। সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী এবিএম গোলাম কবির। ৬ হাজার ১০২ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হুমায়ূন কবির মল্লিক পেয়েছেন ৫১৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান মহসীন জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৯ ভোট। এদিকে প্রথম শ্রেণীর এ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। কাউন্সিলর পদে দলীয় প্রতীক না থাকলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১ টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছে। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন খানকে পরাজিত করে মোঃ গোলাম সরোয়ার খান জয়ী হয়েছেন।২নং ওয়ার্ডে মোঃ মনিরুজ্জামানকে পরাজিত করে নয়ন দাস। ৩নং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমানকে পরাজিত করে মোঃ নাসির উদ্দিন ফকির।৪নং ওয়ার্ডের মোঃ রিয়াজুল হক সিকদারকে পরাজিত করে রমেন চন্দ্র দেবনাথ।৫নং ওয়ার্ডে গোলাম কিবরিয়া নওরোজকে পরাজিত করে এবিএম মাসুদুর রহমান। ৬নং ওয়ার্ডে অভিজিৎ গুহকে পরাজিত করে মোঃ লুৎফর রহমান। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকারকে পরাজিত করে এসবিএম জিয়াউর রহমান জুয়েল। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুর রহিম সিকদারকে পরাজিত করে মোঃ আব্দুল মান্নান হাওলাদার এবং ৯নং ওয়ার্ডে মোঃ জুয়েল রানাকে পরাজিত করে মোঃ কামাল হোসেন পল্টু কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন । তাছাড়া ১নং সংরক্ষিত নারী আসনে (১,২,৩ নং ওয়ার্ড) মোসা.শাহিনুর বেগম ।২নং সংরক্ষিত নারী আসনে (৪,৫,৬ নং ওয়ার্ড)রোফেজা আক্তার রোজি এবং ৩নং সংরক্ষিত নারী আসন (৭,৮,৯ নং ওয়ার্ড) লুৎফুন্নেসা রীনা নির্বাচিত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App