×

সারাদেশ

দাউদকান্দিতে আগুনে নিঃস্ব চার পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০২:০৭ পিএম

দাউদকান্দিতে আগুনে নিঃস্ব চার পরিবার
 

কুমিল্লার দাউদকান্দিতে আগুন বসতঘরসহ সর্বস্ব পুড়ে গেছে চার পরিবারের। এতে নিঃস্ব হয়ে পড়েছে চারটি পরিবার। শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের সুন্দুলপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুন্দুলপুর গ্রামের খান বাড়ির হাবিবুল্লাহ খানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা চালায়। খবর পেয়ে দাউদকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ির হাবিবুল্লাহ খান, স্বপন খান, শহিদ উল্লাহ মাস্টার ও সোহেল খান এর চারটি বসতঘরসহ সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। স্থানীয়দের ধারণা, আগুনে পরিবারগুলোর কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য মাহবুব খান জানান, রাতে হাবিুল্লাহ এর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পাশের আরো তিনটি ঘরে লেগে যায়। এতে ৪টি ঘরসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে তিনি জানান।

পূর্ব শত্রুতার কারনে আগুন কেউ লাগিয়েছে দাবী করে ক্ষতিগ্রস্ত হাবিবুল্লাহ বলেন, আমি বাড়িতে নেই, আমার মা বাবাও বাড়িতে নেই। এই সুযোগে রাতের আঁধারে কেউ আমার ঘরে আগুন দেয়। এতে আমার ঘরসহ পাশের আরো তিনটি ঘরসহ সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই। বিষয়টি স্থানীয় সাংসদসহ উপজেলা পরিষদকে অবগত করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App