×

সরকার

উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ পিএম

উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধন

উড়োজাহাজ ‘ধ্রুবতারা’।

পরিবেশবান্ধব ড্যাশ এইট উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধ্রুবতারাসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ যেটা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা যেমন আমাদের অভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন আমরা করতে পারব। সে লক্ষ্য নিয়ে আমরা মনে করি এই সংযোগগুলো কাজে লাগবে।

তিনি বলেন, আমরা এত চমৎকার এয়ারলাইনসগুলো কিনলাম, কিন্তু করোনার কারণে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপীই এই সমস্যাটা হচ্ছে।

গত ১০ বছরে দেশের পতাকাবাহী বাংলাদেশ বিমানে ১২টি অত্যাধুনিক উড়োজাহাজ সংযুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারিতে আরো দুটি ড্যাশ এইট বিমান এই বহরে সংযুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App