×

বিনোদন

যেমন ছিল মঞ্চপাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৩:৪৬ পিএম

যেমন ছিল মঞ্চপাড়া
যেমন ছিল মঞ্চপাড়া
করোনা পরিস্থিতির কারণে প্রায় ৭ মাস বন্ধ ছিল নাট্যমঞ্চ। ২৩ অক্টোবর মিলনায়তন খুলে দিলেও এখনো আগের ছন্দে ফেরেনি নাট্যাঙ্গন। বেশ কিছু নাট্যদল এখনই নাটক মঞ্চায়নে আগ্রহী নয়। আবার কেউ কেউ নতুন নাটক মঞ্চে নিয়ে আসছে। আলী যাকের ও মান্নান হীরার মতো নন্দিত নাট্যজনের মৃত্যু শোকের মাতম তুলেছে নাট্যাঙ্গনে। ২০২০ সালে দেশের থিয়েটার পাড়ার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। লিখেছেন তৌহিদা জাহান
মঞ্চে নতুন নাটক ২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে আনে ‘সোহরাব রুস্তম’। শাহনামার কাহিনী অবলম্বনে ‘সোহরাব রুস্তম’ নাট্যরূপ দিয়েছেন ড. মো. আমিনুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এছাড়া জানুয়ারি মাসের মাঝামাঝি ‘দহনদয়িতা’ শিরোনামে আরেকটি নাটক মঞ্চে আনে জাবি নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ। জাপানিজ লোককথা অবলম্বনে নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা, নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ৪ জানুয়ারি নাট্যদল ‘শূন্যেয়া’ মঞ্চে আনে ‘মানুষ’। জাভেদ মাহমুদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন। ১৫ জানুয়ারি প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং এন্ড ডিজাইনের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে আনে ‘দেওয়ান গাজীর কিসসা’। বার্টল্ড ব্রেখটের গল্প অবলম্বনে রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। নির্দেশনা দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। ২৪ জানুয়ারি দেশ নাটক মঞ্চে আনে ‘জলবাসর’। রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। ২৮ জানুয়ারি ঢাকা নান্দনিক মঞ্চে আনে ‘গ্রহণকাল’। সৈয়দ মহিদুর রহমানের রচনায় নির্দেশনা দিয়েছেন সৈয়দ শুভ্র। ১৮ মার্চ থেকে ২৩ অক্টোবর করোনা পরিস্থিতিতে বন্ধ থাকে নাট্যমঞ্চ। ২৩ অক্টোবর শৌখিন থিয়েটার মঞ্চে আনে ‘ধুম্রজ্বালা’। অপূর্ব কুমার কুণ্ডুর লেখা থেকে নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। ৩০ অক্টোবর ঢাকা থিয়েটার মঞ্চে আনে ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। আনন জামানের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। ৬ নভেম্বর নাট্যদল অনুস্বর মঞ্চে আনে ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইস’ অবলম্বনে ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। ৯ নভেম্বর রেপার্টরি গার্ডেন থিয়েটার মঞ্চে আনে ‘গল্পকথা’। রচনা ও নির্দেশনা দিয়েছেন আতিকুর রহমান সুজন। ১৩ নভেম্বর নাট্যদল ‘এথিক’ মঞ্চে আনে ‘আয়নাঘর’। রচনা ও নির্দেশনা রেজানুর রহমান। ২৮-৩০ অক্টোবর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের ছাদে মঞ্চায়িত হয় এনভায়রনমেন্টাল থিয়েটার ‘প্যারানরমাল’। নির্দেশনা দেন মাজহারুল হোসেন তোকদার। সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় নাট্যদল ‘স্পর্ধা’ মঞ্চে এনেছে নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। ১৮ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ। ঘরবন্দি সময়ে ক্ষ্যাপার অনলাইন আড্ডা করোনার ঘরবন্দি সময়ে মানুষের পাশে দাঁড়াতে এপ্রিল মাসের শুরুতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’। ৮ এপ্রিল থেকে অনলাইন আড্ডার আয়োজন করে তারা। ফেসবুক লাইভের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি, পহেলা বৈশাখ, মে দিবস, রবীন্দ্রজয়ন্তি উদযাপন করেছে। এই আড্ডা থেকে সংগৃহীত অর্থ করোনাকালে কর্মহীন হয়ে পড়া নাট্যকর্মীদের দিয়েছে। টানা ৫০টি লাইভ আড্ডা সম্প্রচার করেছে ফেসবুকে। ক্ষ্যাপার এই আয়োজনটি সংস্কৃতি অঙ্গনে সাড়া জাগায়। আড্ডাটি চালুর পর আরো অনেক সাংস্কৃতিক সংগঠনও ফেসবুক লাইভের মাধ্যমে নানা রকম কর্মসূচি পালন শুরু করে। ফেসবুক লাইভের মাধ্যমে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, সেটি করোনাকালে ক্ষ্যাপা প্রথম শুরু করে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, অনলাইনে অনুষ্ঠান আয়োজনের নতুন পথ দেখাল ‘ক্ষ্যাপা’। আড্ডায় ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মামুনুর রশীদ, আতাউর রহমান, আজাদ আবুল কালাম, হাসান আরিফ, কলকাতার রিনি বিশ্বাস, দীপান্বিতা, ত্রপা মজুমদার, অপি করিম, রাহুল আনন্দ, কনক আদিত্য, আগরতলার শুভ্রজিৎ ভট্টাচার্যসহ শতাধিক শিল্পী অংশ নেন। সৈয়দ শামসুল হকের নামে নাট্যমঞ্চ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রা শুরু করেছে সাহিত্যিক সৈয়দ শামসুল হকের নামে নতুন একটি স্টুডিও থিয়েটার মিলনায়তন। গত ২৬ সেপ্টেম্বর সৈয়দ হকের চতুর্থ প্রয়াণ দিবসে নাট্যোৎসব আয়োজনের মাধ্যমে মিলনায়তনটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর। যৌথভাবে নাট্যোৎসব আয়োজন করে মৈত্রী থিয়েটার ও শৌখিন থিয়েটার। নতুন নাট্যদলের ঘোষণা বিজয় দিবসে আত্মপ্রকাশ করেছে নতুন নাট্যদল ‘থিয়েটারিয়ান’। গত ১২ ডিসেম্বর ২৭ জন সদস্য প্রাঙ্গণেমোর ছাড়ার ঘোষণা দেন। এর আগে আরো ৩ জন প্রাঙ্গণেমোর ছেড়েছেন। এই ৩০ জন মিলে এবার গড়েছেন নতুন নাট্যদল ‘থিয়েটারিয়ান’। এছাড়া বছরের শুরুতে ৪ জানুয়ারি ‘মানুষ’ নাটকের প্রদর্শনীর মাধ্যমে অভিষেক হয় নতুন নাট্যদল ‘শূন্যেয়া’। আলী যাকের ও মান্নান হীরার প্রয়াণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা আলী যাকের গত ২৭ নভেম্বর মারা যান। প্রায় চার বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়া গত বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার মালিবাগের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন নাট্যকার মান্নান হীরা। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App