×

সারাদেশ

প্রতিষ্ঠার ৩৬ বছর পর কওমী মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০২:৫১ পিএম

প্রতিষ্ঠার ৩৬ বছর পর কওমী মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর মোহাম্মাদিয়া আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জানা যায়, ১৯৮৪ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে গত ৩৬ বছরে কখনও উত্তোলিত হয়নি জাতীয় পতাকা। বিষয়টি লক্ষ্য করে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাযহারুল আনোয়ার উদ্যোগ নেন পতাকা উত্তোলনের। শুক্রবার বিকেলে নতুন হেফজ খানার ভবনের উদ্বোধন করা হয় দোয়া মাহফিলের মাধ্যমে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ওলিয়ার রহমান, গুনবহা ২নং ওয়ার্ড ইউপি সদস‍্য মোঃ লুৎফর রহমান সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফরহাদ হোসাইন। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাযহারুল আনোয়ার বলেন, জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখতে যা করার সবই আমি করব। এখন থেকে ওই মাদ্রাসায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App