×

মুক্তচিন্তা

রেলপথ নিরাপদ রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পিএম

রেলপথ নিরাপদ রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে
সোমবার রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের ধাক্কায় একটি ট্রাক ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী। ট্রেন ভ্রমণে সড়কপথের মতো নেই ভোগান্তি, নেই যানজটের ঘনঘটা, নেই দুর্ঘটনার ফুলঝুড়ি। যে কারণে ট্রেন ভ্রমণে যাত্রীর মহামারি। ট্রেন ভ্রমণের কথাটা মনে হলেই যেন মন আনন্দে নেচে ওঠে। মনে হয় পাঠ্যপুস্তকে পড়া ট্রেন ভ্রমণ ও নৌকাভ্রমণ রচনার কথা। পাঠের বাইরে মনে এক উৎফুল্লতা ও একটি আনন্দদায়ক ও মনোরঞ্জনের বিষয় ছিল জার্নি বাই ট্রেন। যদিও বাস্তবে ট্রেন ভ্রমণ কিছু বেদনাদায়কও ছিল। কিন্তু তারপরও দুঃখের বিষয় হলো বিভিন্ন সময় ট্রেনের কয়েকটি নেতিবাচক ঘটনা ট্রেনের সুনামকে ভ‚লুণ্ঠিত করে তুলছে। সামান্য তুলে কখনো কখনো ট্রেনেও বড় দুর্ঘটনা ঘটে। একজন চালকের সামান্য ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি বিশাল এই প্রতিষ্ঠানটি। এর বেশিরভাগ হয় লাইনচ্যুত হয়ে বা মুখোমুখি সংঘর্ষে। সড়কে দুর্ঘটনার ঘনঘটায় ট্রেন ভ্রমণকে নিরাপদ ও নির্বিঘœ করতে সরকারকে আরো কঠোর হতে হবে বলে আমার মনে হয়। কারণ আবারো বলছি ট্রেন দুর্ঘটনা কারো কাম্য নয়। আমার জানা মতে, সব দুর্ঘটনার তদন্ত টিম গঠন করে কারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিয়েছে বা নিচ্ছে। তারপরও কেন দুর্ঘটনা থামছে না। জানি দুর্ঘটনা আকস্মিক। দুর্ঘটনা দুর্ঘটনাই। তারপরও বাংলাদেশ যেখানে ঘূর্ণিঝড়ের সংকেত পেয়ে দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করছে সেখানে ট্রেনে মানবসৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করা কি খুব কঠিন ব্যাপার? আমার মনে হয় না। হয়তো কোনো দিক কমতি আছে যে কারণে ট্রেনচালক ট্রেন না চালিয়ে অন্যকে দিয়ে চলছে। হয়তো তদন্তে ঘাটতি রয়েছে যে কারণে বাকিরা প্রশ্রয় পাচ্ছে। হয়তো সাসপেন্ড করার পর আলো-ছায়ার খেলার মতো দোষী ব্যক্তি আবার স্বপদে বহাল হয়েছে যে কারণে সে তার দায়িত্ব আবারো ভুলে গেছে। সে কারণে তাকে দেখে বাকিরা উদ্বুদ্ধ হয়েছে। সেই কারণে সর্ষে ভ‚ত রয়েই গেছে। দুর্ঘটনার ইতিহাস পর্যালোচনা করে আইন সংশোধন বা সংযোজন করা দরকার বলে আমার মনে হয়। একজন ব্যক্তির ভুল বা অসচেতনতা যে হাজারো মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয় এটা কীভাবে একজন চালক ভুলে যায়? কীভাবে ভুলে যায় তার দায়িত্ববোধ? বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর সঠিক তদন্ত ও কঠোর ব্যবস্থা নিলে আমার বিশ্বাস ট্রেন দুর্ঘটনার বর্তমান চিত্র পাল্টে যাবে। ট্রেন ভ্রমণ আগের মতো নিরাপদ ও আরামদায়ক হবে। তাই ট্রেন দুর্ঘটনার দায়ীদের কঠোর ব্যবস্থা চাই। নিরাপদ হোক ট্রেন ভ্রমণ। সাংবাদিক [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App