×

খেলা

বার্সার জয়ের রাতে মেসির রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১০:৩২ এএম

বার্সার জয়ের রাতে মেসির রেকর্ড

গোল করার পর মেসির উল্লাস।

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের সারির দল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলের এক বিশাল জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে বার্সার হয়ে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। আর এই একটি গোল পাওয়ার মাধ্যমে একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখন পুরোপুরি নিজের করে নিয়েছেন মেসি।

এতদিন ৬৪৩টি গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে ছিল একটি আলাদা ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি। মেসি গত কয়েকদিন আগে বার্সার হয়ে ৬৪৩টি গোল করে পেলের রেকর্ডটি ছুয়ে পেলেন। আর এই রেকর্ডটি ছোয়ার পর স্বয়ং পেলেই তাকে অভিনন্দন জানান। আর আজ ভায়াদোলিদের বিপক্ষে গোল করার মাধ্যমে মেসি এখন একাই রেকর্ডটির মালিক।

এদিকে ম্যাচটিতে মাত্র ২১ মিনিটের সময় এগিয়ে যায় বার্সা। তাদের হয়ে প্রথম গোলটি করেন ক্লেমেন্ট লেঙ্গলেট। এরপর ৩৫ মিনিটের সময় দলের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধে বার্সা এই ২টি গোলই পায়। এরপর ম্যাচের ৬৫ মিনিটের সময় গিয়ে মেসি তার গোলটি পান। অবশ্য ম্যাচের প্রথমার্ধেই মেসি অন্তত ২টি গোল তুলে নিতে পারতেন। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App