×

লাইফ স্টাইল

যে কারণে প্রস্রাবের পরিমান স্বাভাবিকের চেয়ে কমে যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ১১:৪৫ এএম

যে কারণে প্রস্রাবের পরিমান স্বাভাবিকের চেয়ে কমে যায়

প্রতীকী ছবি।

অনেক সময় প্রস্রাবের পরিমান স্বাভাবিকের চেয়ে কমে যায়। কারো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবার কারো বিভন্ন কারণে বয়স বাড়ার আগেই এ সমস্যা দেখা দেয়। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক জানিয়েছেন বেশ কিছু কারণ ও লক্ষণ। চলুন এক নজরে সেগুলো দেখে নেয়া যাক। কারণ সমূহঃ ১. মূত্রাশয়ে পাথর হওয়া। ২. কিডনিতে পাথর হওয়া। ৩. প্রস্রাবের ইনফেকশন হওয়া। ৪. জন্ডিস হওয়া। ৫. লিভাবের দূর্বলতা হওয়া। ৬. রক্তচাপ বেড়ে যাওয়া। ৭. হস্তমৈত্থুন করা। ৮. হাইপার এসিডিটি হওয়া। ৯. ধাতু দূর্বলতা। ১০. দাঁড়িয়ে প্রশ্রাব করা। লক্ষণ সমূহঃ ১. প্রস্রাবের বেগ হলে অল্প পরিমান প্রশ্রাব হওয়া। ২. প্রস্রাবের ঘোলাটে হওয়া। ৩. প্রস্রাবের রং হলুদ হওয়া। ৪. প্রস্রাবের বেগ হলে কোমর ব্যাথা হওয়া। ৫. প্রস্রাব করার পর শারিরীক দূর্বলতা অনুভব করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App