×

জাতীয়

যাত্রীবেশে ছিনতাই করে এ চক্রের সদস্যরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

যাত্রীবেশে ছিনতাই করে এ চক্রের সদস্যরা
যাত্রীবেশে রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ী, শ্যামপুর ও গেণ্ডারিয়া এলাকায় ছিনতাই করে এ চক্রের সদস্যরা। এমন পরিপ্রেক্ষিতে ভিকটিমকে টার্গেট করে সিএনজিতে তোলে তারা। পরে সুবিধাজনক নির্জন স্থানে নিয়ে গাড়ি থামিয়ে ভয়ভীতি ও মারধর করে তার কাছে থাকা টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। আবাপর অনেক ক্ষেত্রে ভিকটিমের মোবাইল ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ বাবদ টাকাও দাবী করে এ চক্রের সদস্যরা। ব্যর্থ হলে ভিকটিমকে হাত, পা ও মুখ বেধে রাজধানীর বাইরে নিরব ও নির্জন স্থানে নিয়ে ফেলে দেয়। ছিনতাই চক্রের মূলহোতা মো. তাজুল ইসলাম ওরফে তাজুকে (৩০) গ্রেপ্তারের বিষয়ে গতকাল মঙ্গলবার ভোরের কাগজকে এসব তথ্য জানান, ডিএমপি গোয়েন্দা ওয়ারী জোনাল টিমের অতিরিক্তি উপকমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী। গোয়েন্দা শাখার (ডিবি) এ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা রিভার ভিউ এলাকায় অভিযান তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তাজুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে হওয়া একটি হত্যা মামলায় তিনি দীর্ঘদিন কারা অন্তরীন ছিলেন। তিনি আরো বলেন, পহেলা অক্টোবর ছিনতাইয়ের শিকার সাংবাদিক এস এম নজরুল ইসলাম হিরা ৪ অক্টোবর ওয়ারী থানায় মামলা করেন। থানার পাশাপাশি মামলাটি সম তদন্ত শুরু করে গোয়েন্দা ওয়ারী জোনাল টিম। তদন্তকালে বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এই ছিনতাই চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত তাজু এই ছিনতাইয়ের ঘটনায় ছিনিয়ে নেয়া মোবাইলের বিকাশ একাউন্ট থেকে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করাসহ তার সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছে। তাদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App