×

সারাদেশ

এবার ট্রেন-ট্রাক সংঘর্ষ: চিরঘুমে গেটম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ১২:২১ পিএম

এবার ট্রেন-ট্রাক সংঘর্ষ: চিরঘুমে গেটম্যান

পণ্যবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের সাথে ধান বোঝাই ট্রাকের সংঘর্ষে এক রেল গেটম্যান নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তার লাশ উল্টে যাওয়া ট্রাকের বস্তার নিচ থেকে উদ্ধার করা হয়। এর আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত গেটম্যানের নাম সুশান্ত কুমার দাস।

ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার ইস্রাফিল সরকার বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে ১ নম্বর লাইনের প্লাটফর্মে নেওয়া হয়। একই সময়ে ২ নম্বর লাইনের মালবাহী একটি ট্রেনকে অন্য লাইনে নেওয়ার জন্য লাইন এবং সিগন্যাল দেওয়ার আগেই মালবাহী ট্রেনের চালক ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এ সময় রেল গেট খোলা থাকায় একটি ট্রাকও ঢুকে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাক লাইনের পাশেই উল্টে যায়। এতে ট্রাকের নিচে বস্তা চাপা পড়ে গেটম্যান সুশান্ত কুমার দাস মারা যান।

ঘটনার পর গেটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সকালে উল্টে যাওয়া ট্রাকের বস্তা সরানোর সময় বস্তার নিচ থেকে সুশান্তের মরদেহ পাওয়া যায় বলেন তিনি।

এর আগে শনিবার জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App