×

আন্তর্জাতিক

ব্রিটেনে ‘নতুন করোনা’!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ এএম

ব্রিটেনে ‘নতুন করোনা’!

করোনা ভাইরাস। ফাইল ছবি

করোনা ভাইরাসের নতুন সংস্করণ দেখা যাচ্ছে, এ জাতীয় খবর জানার পর থেকে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এটির সংক্রমণের হার এর পূর্বসূরির চেয়ে দ্রুতগতির, যদিও এটা সেই মাত্রায় প্রাণঘাতী নয় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের পাশাপাশি ভাইরাসের এ মিউটেশনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে নেদারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও। ভ্যাকসিন প্রয়োগে এর প্রতিক্রিয়া কী ধরনের, তা জানা যায়নি এখনো। দ্রুতবর্ধনশীল এ সংক্রমণ প্রতিরোধে লন্ডনসহ দেশটির বড় অংশজুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তাবিধি। এদিকে ‘নতুন করোনা’ আবির্ভাবের পর আগামী ১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেন থেকে আসা সব ধরনের বিমান নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। চলতি মাসে শুরুর দিকে ব্রিটেনে পাওয়া ভাইরাসের নমুনা নেদারল্যান্ডেও খুঁজে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দেশটি। যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এ বিষয়ে ‘অল ক্লিয়ার’ বার্তা না পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডে সংক্রমণের হার সীমিত রাখতে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানায় ডাচ সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গেও কাজ চালিয়ে যাবে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলোজস্টি (অতিমারি বিশেষজ্ঞ) মারিয়া ভ্যান কারকোভ বলেন, মহামারি শুরুর পর থেকে ভাইরাসের মিউটেশন-গতিবিধির ওপর নজরদারি রেখে আসছেন বিশেষজ্ঞরা। ‘নতুন’ ভাইরাসটির বৈশিষ্ট্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেন, আমরা ব্রিটেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমাদের বিশেষজ্ঞরা ঘটনাটি খতিয়ে দেখছেন। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে অবিলম্বে আমরা সেটি সদস্য দেশগুলোকে জানিয়ে দেব। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন ভাইরাসটি পুরনো ভাইরাসের চেয়ে অন্তত ৭০ শতাংশ বেশি সংক্রামক। এদিকে ক্রিসমাস উৎসব সামনে রেখে ব্রিটেনে সামাজিক মেলামেশার অনুমতি দেয়ার উদ্যোগ ফের খারিজ করা হয়েছে। এর ফলে ‘অন্যরকম উৎসব’ উদযাপনের আনন্দটাই মাটি হয়ে গেছে প্রায় দুই কোটি মানুষের। অন্যদিকে ক্রিসমাস ও নববর্ষে নতুন বিধিনিষেধ জারি করেছে ইতালি। সরকারি ছুটির দিনে বিশেষ বিশেষ এলাকা যেমন, অদরকারি কেনাকাটা, রেস্তোরাঁ ও বারগুলো ‘নিষিদ্ধ’ থাকবে। সীমিত পরিসরে ঘোরাঘুরির সুযোগ পাবেন নাগরিকরা। জনসমাগমে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ড ও জার্মানিতে জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি হয়েছে। ক্রিসমাসের পর লকডাউনের তৃতীয় পর্ব শুরু হচ্ছে অস্ট্রিয়াতে। মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুইডেন। কোভিড-১৯ আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে। গত শুক্রবার ম্যাক্রোঁর সঙ্গে ইইউ সামিটে যোগ দেয়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইগর মাতোভিকের করোনা-পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App