×

সারাদেশ

চৌদ্দগ্রামে গাঁজাসহ ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ পিএম

চৌদ্দগ্রামে গাঁজাসহ ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার 

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে কবিরুল হাসান নামের দুদকের এক ভুয়া কর্মকর্তাকে গাঁজাসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক কবিরুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের বসির আহমেদের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এস আই আবদুল মজিদ জানান, রবিবার বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের খালাসী মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ভ্রাম্যমাণ বিভিন্ন দোকান গিয়ে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে খাদ্যে ভেজাল আছে বলে জরিমানা আদায় করে কবিরুল। একপর্যায়ে মানুষের সন্দেহ হলে তাকে স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি আইডি কার্ড দেখায়।কিন্তু তার কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদে দুদকের ভূয়া কর্মকর্তা বলে স্বীকার করে। এ সময় তার মানিব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা শেষে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App