×

বিনোদন

মাহমুদুন্নবীর প্রয়াণের তিন দশক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০২:০২ পিএম

মাহমুদুন্নবীর প্রয়াণের তিন দশক

প্রয়াত মাহমুদুন্নবী

মাহমুদুন্নবীর প্রয়াণের তিন দশক

মাহমুদুন্নবী

কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের এই দিনে (২০ ডিসেম্বর) তিনি না ফেরার দেশে চলে যান। এ উপলক্ষে তার যোগ্য উত্তরসূরি দুই কন্যা ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী গানে গানে স্মরণ করবেন বাবাকে।

ফাহমিদা নবী জানান, চ্যানেল আইয়ের আজকের (২০ ডিসেম্বর) বিশেষ আয়োজনে উপস্থিত থেকে বাবার গান পরিবেশন করবেন তারা। গানের পাশাপাশি এই কিংবদন্তিকে নিয়ে স্মৃতিচারণও করবেন তার এই নন্দিত দুই সন্তান। কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্য নিয়ে। এতে দুই বোন মোট ১০টি গান পরিবেশন করবেন। এরমধ্যে রয়েছে ‘ওগো মোর মধুমিতা’, ‘তুমি যে আমার কবিতা’, ‘তুমি কখন এসে’, ‘সুরের ভুবনে’, ‘বড় একা একা লাগে’ প্রভৃতি।

‘প্রিয় যত গান’ নামের বিশেষ এই অনুষ্ঠানটি রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় সম্প্রচার হবে। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির নির্মাতা ইজাজ খান স্বপন। এটি উপস্থাপনা করবেন সাফি আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App