×

বিনোদন

এবার অনলাইনে ‘রূপসা নদীর বাঁকে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম

এবার অনলাইনে ‘রূপসা নদীর বাঁকে’
এবার অনলাইনে ‘রূপসা নদীর বাঁকে’
এবার নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ দেখা যাবে অনলাইনে। আগামী ২৫-২৭ ডিসেম্বর টানা তিন দিন ছবিটি জুম অ্যাপে প্রদর্শিত হবে। তার জন্য দুই শ টাকার বিনিময়ে কাটতে হবে টিকেট। বিকাশের মাধ্যমে ০১৯২৭৫২৫৩৬৪ নম্বরে টাকা পাঠানোর সময় ই-মেইল আইডিটি জানালে অর্থপ্রাপ্তির পর জুম লিংক পাঠানো হবে। টিকেট বুকিং দেয়া যাবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তানভীর মোকাম্মেল বলেন, ‘প্রতিদিন বাংলাদেশ সময় বেলা ১১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় ছবিটি প্রদর্শিত হবে। এ ধরনের প্রদর্শনী বাংলাদেশে অনেকটা নতুন। ঘরে বসে ভালো ছবি দেখার এই সুযোগটা দর্শকরা গ্রহণ করবেন বলে বিশ্বাস। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর মুক্তি পায় তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’। অনলাইনের এই প্রদর্শনীর আগে ঢাকা-চট্টগ্রামের তিনটি প্রেক্ষাগৃহে ও শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়েছে। স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধে একজন বামপন্থি নেতার জীবন ফুটে উঠেছে ছবিটিতে। অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App