×

সারাদেশ

অপরাধ ঠেকাতে মহাসড়কের পাশের ঝোঁপঝাড় পরিস্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম

অপরাধ ঠেকাতে মহাসড়কের পাশের ঝোঁপঝাড় পরিস্কার

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ-যশোর মহাসড়কের দু’পাশে অপ্রয়োজনীয় গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। মহাসড়কে ঝোপঝাড় থাকায় রাতের বেলায় প্রায়ই ঘটে ডাকাতির মতো ঘটনা। পথচারী থাকে নিরাপত্তার ঝঁকিতে। পরিবহন চালকসহ পথচারীদের মধ্যে বিরাজ করে আতঙ্ক।

এমন অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জের রঘুনাথপুর হইতে কেয়াবাগান সড়ক পর্যন্ত। নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদ। রবিবার দুপুর পর্যন্ত এ কাজে সহযোগিতা করেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।। এ সময় উপস্থিত ছিলেন বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন।

জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, মহাসড়কের পাশের এ জঙ্গলে রাতে ডাকাতরা বসে থাকলে বোঝার উপায় থাকে না। যে কারণে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতোমধ্যে প্রায় ১ কিলোমিটারের মতো জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে।

বারো বাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন বলেন, রাতের বেলায় ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দু’পাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ-যশোর মহাসড়কের দু’পাশে অপ্রয়োজনীয় গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। যা রাতের বেলায় ডাকাতসহ দুষ্টু প্রকৃতির মানুষের কাজে সহায়ক হয়ে উঠে। মহাসড়কে ঝোপঝাড় থাকায় রাতের বেলায় প্রায়ই ঘটে ডাকাতির মতো ঘটনা। পথচারী থাকে নিরাপত্তার ঝঁকিতে। পরিবহন চালকসহ পথচারীদের মধ্যে বিরাজ করে আতঙ্ক।

এমন অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জের রঘুনাথপুর হইতে কেয়াবাগান সড়ক পর্যন্ত। নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদ। রবিবার দুপুর পর্যন্ত এ কাজে সহযোগিতা করেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।। এ সময় উপস্থিত ছিলেন বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন।

জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, মহাসড়কের পাশের এ জঙ্গলে রাতে ডাকাতরা বসে থাকলে বোঝার উপায় থাকে না। যে কারণে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতোমধ্যে প্রায় ১ কিলোমিটারের মতো জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে।

বারো বাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন বলেন, রাতের বেলায় ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দু’পাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App