×

সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি, উদ্ধার দুই জন, নিখোঁজ ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:৩৯ পিএম

মেঘনায় ট্রলারডুবি, উদ্ধার দুই জন, নিখোঁজ ৫

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নলেরচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে ঢালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিহা আক্তার (০১) এবং জাকিয়া বেগমের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন মেঘনা নদী থেকে শিশু নিহা আক্তারের লাশ এবং মেঘনা নদীর লাসমনপুরার কলাতলী এলাকা থেকে জাকিয়া বেগমের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ডের সার্চ এন্ড রেসকিউ। নিহত জাকিয়া বেগম উপজেলার চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী এবং নিহা আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে ৫জন। তবে এখন পর্যন্ত ৪ ধাপে ১০জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ ৫ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত নববধু, নারী ও শিশুসহ ১০জনের লাশ উদ্ধার করা হলেও এখনো ৫জন নিখোঁজ রয়েছে। এখনো নিখোঁজরা হলেন, নার্গিস আক্তার (৪), হালিমা (৪), লামিয়া (৩), আমির হোসেন ও আলিফ (১)। স্থানীয়দের ভাষ্যমতে, হাতিয়ার নলেরচরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধু নিয়ে বরসহ ট্রলার যোগে ভোলার মনপুরা যাওয়ার পথে ঢালচর এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির ঘটনায় নিহতরা হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে নববধু তাছলিমা (২০), হরণী ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে আসমা বেগম (১৯), সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিনা আক্তার লামিয়া (৯), একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে লিলি আক্তার( ৮), নলেরচরের কালাদুর গ্রামের ফয়জ্জুল্লার মেয়ে হোসনে আরা বেগম (৫), চানন্দী ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০), একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান (৬৫), চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে মো. হাছান (৭), চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৫৫) এবং একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা আক্তার (০১) ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App