×

সারাদেশ

পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম

পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন পাচঁটি ইটভাটার মধ্যে ফোর স্টার নামে একটি ইট ভাটাকে সাইংগুলি পাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে ভাটার মালিক মমিনুল হকের ছেলে মো. মশিউর রহমান তারেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯শে ডিসেম্বর) সকালে ফোর-ষ্টার ইট ভাটার জন্য মাটি কাটার অপরাধে তিনটি ড্রাম ট্রাক পিকাপ সহ চালকদের আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুষার আহমেদ ও গুইমারা থানার পুলিশ সদস্যরা। পরে পাহাড় কাটার অপরাধে ফোর স্টার ইট ভাটার মালিককে এক লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানান,গুইমারা উপজেলায় পূর্বে তিনটি ইট ভাটা ছিলো। গেল বছরে নতুন করে যোগ হয়েছে আরো দুটি ।প্রতিটি ইট ভাটায় ৬ টি করে প্রতিদিন ত্রিশটি ড্রাম ট্রাকে মাটি আনায়ন করে এ ভাটা গুলোর জন্য। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুষার আহমেদ বলেন,পাহাড় কাটার বিষয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App